Wellcome to National Portal

হর্টিকালচার সেন্টার,গাইটাল,কিশোরগঞ্জ এর তথ্য বাতায়নে আপনাকে স্বাগতম।

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

প্রতিষ্ঠানের বিস্তারিত :

বাংলার বার ভূঁইয়ার ঈশাখার বীরত্ব গাথায় ধন্য কৃষি জেলার খ্যাতি কিশোরগঞ্জ । জেলার উত্তরে নেত্রকোনা ও ময়মনসিংহ, দক্ষিণে নরসিংদী, বি-বাড়িয়া, পূর্বে হবিগঞ্জ ও সুনামগঞ্জ এবং পশ্চিমে নরসিংদী ও ময়মনসিংহ জেলা অবস্থিত। জেলা শহরের প্রানকেন্দ্র গাইটালে হর্টিকালচার সেন্টারটি অবস্থিত। প্রশিক্ষন হল কাম ৩০ শয্যা বিশিষ্ট দ্বিতল একটি ডরমিটরী ভবন রয়েছে। সেন্টারটি ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত। জমির পরিমান ১২.৫০ একর।

প্রতিষ্ঠার পর থেকে বহু বাধা বিঘ্ন পেরিয়ে সেন্টারটি বিভিন্ন ফল, সব্জি, ঔষধি, মসলা, ফুল  ও শোভাবর্ধনকারী গাছের মানসম্মত চারা/কলম সরকারী  যথাযথ নিয়মে বিক্রয় ও বিতরন করে আসছে। অত্র সেন্টারের উৎপাদিত চারা/কলম চাহিদা ও প্রয়োজন  অনুযায়ী সরকারী, বেসরকারী ও এনজিও প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মসূচী  এবং ব্যক্তি পর্যায়ে সরবরাহ করা হয়ে থাকে। পাশাপাশি অত্র সেন্টার হতে সকল পর্যায়ে উদ্যান বিষয়ক বিভিন্ন পরামর্শ দেয়া হয়।

 

প্রতিষ্ঠানের উদ্দেশ্য ঃ

 

১। সেন্টারের আওতাধীন জেলা ও উপজেলা কর্মকর্তাদের সাথে আলোচনা ও পর্যালোচনা  করে লক্ষ্যমাত্রা অর্জনের কর্মপন্থা নির্ধারন করা।

২। গুনগত মানসম্পন্ন ও উন্নত জাতের ফল, ফুল, মসলা, শোভাবর্ধনকারী ও সব্জির চারা/কলম উৎপাদন করা ও সরকার নির্ধারিত মূল্যে সর্বস্তরে বিতরন করা।

৩। উদ্যান সংশ্লিষ্ট বিভিন্ন উদ্ভিদ/ফসলের জার্মপ্লাজম সংগ্রহ ও সংরক্ষণ করা।

৪। মাতৃবাগান তৈরী ও মাতৃগাছ লালন-পালন ও পরিচর্য্যা করা।

৫। উদ্যান উন্নয়ন তথা বেশী বেশী ফল উৎপাদনের লক্ষ্যে মানসম্পন্ন বিভিন্ন চারা/কলম উৎপাদন ও সর্বাধুনিক প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণ কৃষক/কষানী, নার্সারী মালিক, এনজিও ও অন্যান্য পর্যায়ের কর্মকর্তা/কর্মচারীগণকে হাতে-কলমে প্রশিক্ষণ দেয়া।

৬। উদ্যান বিষয়ক নতুন নতুন প্রযুক্তি হস্তান্তর ও সম্প্রসারণের লক্ষ্যে কৃষক পর্যায়ে প্রদর্শনী বাস্তবায়ন করা।

৭। অধিকতর উদ্যান ফসল উৎপাদন ও জনগণের পুষ্টি সচেতনতা বৃদ্ধির  লক্ষ্যে নিজস্ব ও  জাতীয় কর্মসূচী বাস্তবায়ন করা।

৮। সেন্টারের কমান্ড এরিয়ায় উদ্যান ফসলের চারা/কলম/বীজ বিতরনের ব্যবস্থা নেয়া।

৯। সরকারের রাজস্ব আয় বৃদ্ধিতে সহায়তা করা।

 

 

আমাদের সাথে যোগাযোগের ঠিকানাঃ উপপরিচালক ০১৭১৭৭৮৪২৬২,উদ্যানতত্ববিদ ০১৭৫০৫২৪৬৫৬,সহঃ উদ্যান উন্নয়ন কর্মকর্তা ০১৭১২৮৯০৪১৫উপ সহকারী উদ্যান কর্মকর্তা ০১৭৩১২৬৫১০৯, ০১৭১৭২১৫৩০৩, ০১৭৯৫৪৭২৭৫৬, ০১৭৪৮৫০৮৮৭৭